দি সিলেট চেম্বার অব কমার্সের সাথে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর মতবিনিময় সভা

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ২, ২০২৩

দি সিলেট চেম্বার অব কমার্সের সাথে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর মতবিনিময় সভা

 সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে গত সোমবার সিলেটের অভিজাত একটি হোটেলে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান (এইচ.এম.সি) মাওলানা হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। এজিএম মোহাম্মদ ওবায়দুল হক এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ডাঃ হারুনুর রশিদ হাসিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসসিসিআই এর সভাপতি তাহমিন আহমদ, ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এ.এন.এম তাজুল ইসলাম। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ মোদাব্বির হোসেইন ও অধ্যাপক আব্দুল হান্নান, ডি.এম.এস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী, ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মোঃ তানভীর, এসসিসিআই এর সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মোঃ হিজকিল গুলজার, মোঃ আব্দুর রহমান জামিল, মোঃ মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহসান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, খন্দকার ইসরার আহমদ রকি, আব্দুস সামাদ, দেবাংশু দাস ও মোঃ সরওয়ার হোসেন ছেদু। এসসিসিআই’র সভাপতি তার বক্তব্যে বলেন, ইবনে সিনা হাসপাতালের স্বাস্থ্যসেবায় আমরা সন্তুষ্ট। কর্পোরেট হেলথ কার্ড সুবিধার মাধ্যমে আমাদের সদস্যগণ বিশেষ সুবিধা পাচ্ছে তাই ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি ইবনে সিনা হাসপাতালের পার্কিং ব্যবস্থার উন্নতি ও হাসপাতালের পরিধি আরো বড় করার পারামর্শ দেন। ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এ.এন.এম তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইবনে সিনা শুধু স্বাস্থ্যসেবাই নয় শিক্ষা ও মানবসেবায়ও কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবায় তেতাল্লিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারা বাংলাদেশের তেইশটি সেন্টারের মাধ্যমে অসংখ্য মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। শাহজালালের এই পুণ্যভূমি সিলেটেও এই সেবা প্রদানে যথাযথ ভূমিকা পালনে আরো সচেষ্ট হবে। সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড সিলেটবাসীকে স্বাস্থ্যসেবা প্রদানে একটি আদর্শ মডেল হতে চায়। তবে স্বাস্থ্যসেবা সব কিছু নাগালের বাইরে যাওয়ায় চিকিৎসা খরচ অনেকগুণ বেড়েছে। ফলে গরীব রোগীরা এখন চিকিৎসা সেবা নিতে হিমশিম খাচ্ছে। এজন্য উক্ত সেবা সহজলভ্য ও সুলভে করতে সরকার ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মোঃ আজহার উদ্দিন খান, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মামুন সরকার, মোহাম্মদ শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার বদরুল হক, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন, সিনিয়র অফিসার রুবেল আহমদ, রাজিব আহমদ, দেলোয়ার হোসেন রনি, নূর মোহাম্মদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর