সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন

সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেখান থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

শনিবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি ৩৪৩১ আজ (শনিবার) সকাল ১১টা ৫৪ মিনিটে ৩৪৬ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটি মদিনা পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ০৪টা ১০ মিনিটে। এ বছর সিলেট-জেদ্দা রুটে ৫টি এবং সিলেট-মদিনা রুটে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

শনিবার সকালে সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হজযাত্রীদের পাশাপাশি বিমান, সিভিল এভিয়েশন, হাব ও আটাবের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা হোল্ডিং লাউঞ্জে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য ডেডিকেটেড ফ্লাইট চালু করায় বিমান কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর