ছাতকে গ্রামীন রাস্তায় চলছে সাঁকো নির্মাণ

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩

<span style='color:#077D05;font-size:19px;'>ছাতকে গ্রামীন রাস্তায় চলছে সাঁকো নির্মাণ</span> <br/>

 ছাতক প্রতিনিধিঃ ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদা গ্রামের যুব-সমাজ ও স্থানীয় ইউপি সদস্য মোজাক্কির হোসেন এর উদ্যোগে চলছে রাস্তায় বাঁশের সাঁকো নির্মাণ। জানা জায় বুকার ভাঙ্গা হতে পালপুর রাস্তায় মর্যাদ গ্রামে কালভার্টের চলমান কাজ সঠিক মতো না হওয়ায় বন্যা আসার আগেই জলাবদ্ধতায় দেখা দিয়ে গেলো রাস্তা ডুবে,কালভার্ট উচ্চু করে তৈরি করা হলে এমন অবস্থা হতো না বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে জনসাধারণ ও স্কুল শিক্ষার্থী যাতায়াত করতে পারছে না বলে তারা এমন উদ্যোগ নিয়েছেন। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ দোলারবাজার – গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার সহ সিলেট শহরে চলাচল করে।এতে জনসাধারণের চলাচলের সার্থে সাঁকো নির্মাণ কাজে এগিয়ে এসেছেন সর্বস্থরের লোকজন।এসময় গ্রামের মুরুব্বি আসদ মিয়া,সমছু মিয়া,আসিক মিয়া,আলী আসকর, যুব সমাজ ইউপি সদস্য মুজাক্কির হোসেন, ফকির আল-আমিন,কামাল হোসেন,আজিবুর রহমান,আব্দুল খালিক, তখদ্দুস মিয়া,হাফিজ জুমায়েল আহমদ,হেলাল,প্রদিপ সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর