ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীর খালাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন জেসমিন বেগম (২২) নামের এক গৃহবধূ। রবিবার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নগরের ছড়ারপার এলাকার জাহাঙ্গির মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। এসময় ওই গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করে অভিযুক্ত মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪)। তিনি মাদকাসক্ত বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনতা।
নিহত জেসমিন বেগম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার ছড়ারপার এলাকার জাহাঙ্গির মিয়ার কলোনিতে ভাড়া থাকে। একই কলোনীর ভাড়াটিয়া ওই অভিযুক্ত যুবক মো. শাহারুখ আহম্মেদ তারুল। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে ও জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই। ঘটনার পর কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।
খুনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তারুল মদকাসক্ত। তিনি আগে রিকশা চালাতেন। বর্তমানে কিছু করেন না। জাহাঙ্গির মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার দিবাগত রাত ২টার দিকে জেসমিনকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই জেসমিনের মৃত্যু হয়। ঘটনার সময় জেসমিনের স্বামী বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করেন তারুল। আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host