ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
সিলেট সিটি করপোরেশন মাংস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) লালবাজারস্থ সমিতির কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎস মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. মাসুক মিয়াকে নির্বাচিত করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মো. জসিম উদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হোন মো. মোবারক আলী।
সহ-সভাপতি পদে নির্বাচিত হোন মো: শাহিন খাঁন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন শেখ মো: আব্দুল খালিক, কোষাধক্ষ্য পদে নির্বাচিত হোন আমিনুল ইসলাম আল আমিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: কবির আহমদ রুবেল, কার্যনির্বাহী সদস্য মো: ফরিদ মিয়া ও মো: সুমন মিয়াকে নির্বাচিত করা হয়, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মো: মামুন মিয়া ও মো: আলী এরশাদ।
নির্বাচন চলাকালীন এসময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, সহকারী পরিদর্শক ফয়সল আহমেদ ও তন্ময় আদিত্য।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাজী মোঃ মন্তাজ আলী, সহযোগীতায় ছিলেন সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ লালু মিয়া, সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি হাজী মোঃ আতাউর রহমান আতা, আব্দুল মনাফ, মো: নুরুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রুপ, মাস্টার পরিমল পুরকায়স্থ ও সয়ফুল আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host