ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
বিজয়ের কণ্ঠ ডেস্ক
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্ম রেসলিং প্রতিযোগিতায় পৃথক ক্যাটাগরিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন সিলেটের বিয়ানীবাজারের আমান উদ্দিন ও বখতিয়ার সালাউদ্দিন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইফা ইন্টারন্যাশনাল ফেডারেশনের উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই বিশ্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড আর্ম রেসলিং এ ৮৬ কেজির ইভেন্টে আমান উদ্দিন ও ৭৮ কেজির ইভেন্টে বখতিয়ার সালাউদ্দিন বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন। তারা দুজনেই এই দুই ইভেন্টে পৃথকভাবে ১ম স্থান অধিকার করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা স্বর্ণপদক অর্জন করে বিশ্ব পরিসরে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন, উড়িয়েছেন লাল-সবুজের পতাকা।
বিশ্বচ্যাম্পিয়ন এই দুই যুবক সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার সন্তান। আমান উদ্দিন বিয়ানীবাজার পৌরসভার এলাকার নয়াগ্রামের বুরহান উদ্দিনের ছেলে ও বখতিয়ার সালাউদ্দিন পৌরসভার শ্রীধরা গ্রামের মরহুম নিমার আলীর ছেলে।
ওয়ার্ল্ড আর্ম রেসলিংয়ে পৃথক ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগী হয়ে দেশের জন্য স্বর্ণপদক জয় করে সাফল্য বয়ে নিয়ে আসা আমান ও বখতিয়ারকে নিয়ে বিয়ানীবাজারবাসীর মাঝে বইছে আনন্দ ও উচ্ছ্বাস।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech