ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঢালি মহল্লা এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফজু আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো দুজন।
নিহত ফজু আহমেদ উপজেলার মিয়াখানী ডাক্তার বাড়ির মৃত ময়না মিয়ার ছেলে।
জানা যায়, বানিয়াচং বড়বাজার থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে হবিগঞ্জে আসার সময় থানার পাশে ঢালি মহল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফজু আহমেদ মারা যান।
এসময় আহত হন দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বানিয়াচং থানার (ওসি) দেলোয়ার হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech