ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে পুড়ে গেছে সকল মালামাল। আর এতে করে ওই ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ২০ লাখ টাকার। শুক্রবার সকালে নবীগঞ্জ শহরের উসমানী রোডে চৌদ্দ হাজারী মার্কেটের দোকান মা ক্লথ স্টোর নামক কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে আনে।
দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেব এর বড় ছেলে পলাশ দেব জানান, সকালে হঠাৎ করেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আগুণের লেলিহান শিখা দেখতে পান তারা। পরে তা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘন্টাখানেকের প্রচেষ্ঠায় আগুণ নিয়ন্ত্রনে আনে। তিনি বলেন, অগ্নিকান্ডে আমাদের প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে গেছে। এতে আমাদের অন্তত ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
নবীগঞ্জ থানার (ওসি) মোঃ মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech