বাংলা সাহিত্য পরিষদ ইউকে’র সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

বাংলা সাহিত্য পরিষদ ইউকে’র সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু

বাংলা সাহিত্য পরিষদ-২০২৩ সম্মাননা পেলেন প্রতিবাদী কবি, সাংবাদিক মানবাধিকার কর্মী ও সংগঠক সাদিক হোসেন এপলু।

গত শনিবার ( ৭ই অক্টোবর ) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলা সাহিত্য পরিষদ ইউকে’র উদ্যোগে হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও বহু গ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী, প্রধান আলোচক ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকী চৌধুরী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- করিমগঞ্জ, আসাম ( ভারত)’র বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ সিরাজ উদ্দিন, মণিপুর রাজ্য, ( ভারত)’র বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ কমর উদ্দিন লস্কর, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চিকিৎসক জহিরুল ইসলাম অচিনপুরী, বিশিষ্ট সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল।

পৃষ্ঠপোষকতায় ছিলেন- যুক্তরাজ্যে প্রবাসী, কবি ও সংগঠক প্রতিষ্টাতা ওবাংলা সাহিত্য পরিষদ ইউকে’র সভাপতি শাহ্ কামাল আহমদ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাহানারা রেখা, লুৎফুর রহমান তারেক। বিজ্ঞপ্তি

সর্বশেষ ২৪ খবর