ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
সিলেট শহরের একটি অভিজাত হোটেলে গত ২৫ অক্টোবর ২০২৩ইং সিলেটস্থ বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ এর উদ্যোগে সিলেটে সদ্য যোগদানকারী বরিশালের দুই কৃতি সংন্তান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জসিম উদ্দিন ও ডিসি ট্রাফিক মাহফুজুর রহমান সহ আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি আসলাম হোসেন এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোহাম্মদ ওবায়দুল হক ও সেক্রেটারী রুহুল আমীন এর
পরিচালনায় সংগঠনের পৃষ্ঠপোষক মোঃ রফিকুল ইসলাম বাদল স্বাগত বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ও ডিআইজি প্রিজন্স মোঃ সগির মিয়া, সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আল আমিন, সংগঠনের উপদেষ্টা ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি একরামুল কবির, বিসিআইসি কর্মকর্তা মামুনুর রহমান ও ইঞ্জি. জাহিদুল ইসলামসহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতিতে বরিশালের অঞ্চলের মানুষেরা যেভাবে এগিয়ে রয়েছে সিলেটেও পারস্পারিক ভ্রাতৃত্ব এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলের মানুষদেরকে আপন করে নিতে আপনারা এগিয়ে থাকবেন। এছাড়া তিনি নতুন প্রজন্ম এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার দিকে মনোযোগী হতে পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে নবাগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের আজীবন সদস্য হিসাবে গ্রহণ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech