ঢাকা ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩
জকিগঞ্জের নয়াগ্রাম (ক) সরকারি প্রথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে দ্রুত সময়ের মধ্যে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের পরামর্শ প্রদান করেন। বৃহস্পতিবার বিকালে সিলেট টু জকিগঞ্জ রোডের নয়াগ্রাম ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।আহত ওই শিক্ষার্থী উপজেলার কাজলসার ইউনিয়নের নয়াগ্রাম-এর মরহুম হরুনুর রশিদের মেয়ে তানজিনা আক্তার।প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম দিক থেকে বেপরোয়া ভাবে মোটরসাইকেল নিয়ে এসে মেয়েটির উপরে তুলে দেয়। মেয়েটি, তার মা ও দাদার সাথে রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা কোন সম্ভাবনাই নেই। দক্ষতার অভাবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে পারেনি ওই যুবক।স্থানীয়রা বলেন, মেয়েটি সুর-চিৎকার করলেও বেপরোয়া মোটরসাইকেল চালক থামায়নি ওই যুবক। আমরা এগিয়ে আসলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। এবং মোটরসাইকেলটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।আহত শিক্ষার্থীর মা বলেন, ‘চিকিৎসক আমাদের জানিয়েছেন, তানজিনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। চোখ ফেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।’ তবে এই মুহূর্তে আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’ এদিকে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী আহতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে এবং এতিম বাচ্চার সুস্থতা কামনা করে।জকিগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন- ঘটনার খবর পেয়েছি। স্থানীয়রা মোটরসাইকেল আটক করেছে এবং রোগী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech