ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩
বিজয়ের কণ্ঠ ডেস্ক : বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকা-ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নির্দেশনা অনুযায়ী শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ রোডের তেমুখী পয়েন্টে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের পরিচালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সানাউর রহমান সানা, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, মহানগর আওয়ামী লীগের সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি এডভোকেট আব্দুল মালেক, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মহানগর তাঁতীলীগের সভাপতি নোমান আহমদ, ওয়ার্ড সমূহের পক্ষে ৮ নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম নজু।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, তখন স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সারাদেশে অবরোধ আর হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করতে চায়। তারা আজ বাসে আগুন দিচ্ছে, মানুষকে স্বাধীনভাবে চলাফেরায় বাধা দিচ্ছে। কর্তব্যরত নিরীহ পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। নিরীহ মানুষজনকে পুড়িয়ে মারছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাসভবনে সশস্ত্র হামলা করেছে। তারা যা করছে তা বিশ্বসভ্যতার ইতিহাসে বিরল। বিএনপি-জামায়াত যে জন্মগতভাবেই সন্ত্রাসী দল, তা তাদের কার্যক্রমে প্রমাণিত। মানুষকে কষ্ট দেয়ার জন্যে বিএনপি-জামায়াত একের পর এক হরতাল-অবরোধ দিচ্ছে । এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দেশ প্রেমিক জনগণকে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।
সমাবেশে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নাজনীন হোসেন, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এম কে শাফি চৌধুরী এলিম, আবু হেনা মোঃ ফিরোজ আলী, এডভোকেট আফসর আহমদ, জাহাঙ্গীর আলম, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকীম দিনা আক্তার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন।
মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব, সাব্বির খান, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, উপদেষ্টা এডভোকেট আব্দুল মালিক, এনাম উদ্দিন, কানাই দত্ত, যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, মুহিবুর রহমান ছাবু, সালউদ্দিন বক্স সালাই, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, আনসার আহমদ কয়েছ, আব্দুস সালাম সাহেদ ও সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুস সাদাত, এম.এ খান শাহীন, জায়েদ আহমেদ খাঁন সায়েক, মোঃ বদরুল ইসলাম বদরু, আহমেদ হান্নান, ফকরুল ইসলাম আলকাছ, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, বদরুল ইসলাম, গুলজার আহমদ জগলু প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech