ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
নাহিম মিয়া : সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ২৩তম মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে বৈরী আবহাওয়ার মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপজেলার ৫২টি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণির ৩৪০ জন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিলো ৭ জন শিক্ষার্থী।এতে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুর রহমান জসিম, মাধ্যমিক হল-সুপারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম, সহ হল-সুপার জিয়াউর রহমান মিজান। প্রাথমিক হল-সুপারের দায়িত্ব ছিলেন শাহরিয়ার আল আজাদ, সহ হল-সুপার বাবু আরাধন সরকার।
এসময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন অত্র পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ফরহাদ হোসেন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, সাংবাদিক কবির আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রাসেল, ছাত্রলীগ নেতা আফজাল হোসাইন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech