ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
অন্যান্য বছরের তুলনায় এবার অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে সুপারি। বিক্রেতারা বলছেন সুপারী সস্তা নয় বরং ব্যবসায়ীদের সিন্ডিকেট। এদিকে ব্যবসায়ীরা বলছেন থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সুপারীর কারনে কম দামে ক্রয় করতে হচ্ছে আমাদের। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মৌসুমি ফসল হলো ধান, সুপারী ও বাঁশ। এ অঞ্চলের মানুষের সুপারি ও ধানের উপর অনেকটা নির্ভরশীল। কিন্তু এবারের সুপারির দাম না থাকায় নিম্ন আয়ের মানুষেরা অনেকটা দিশেহারা। আশিন, কার্তিক ও অগ্রহায়ণ মাস আসলেই উপজেলার সর্বস্তরের মানুষের চলাফেরা, খাওয়া-দাওয়ার মাঝে অনেকটা পরিবর্তন দেখা যায়। সুপারি বিক্রেতারা বলছেন একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্য দিকে সুপারির দাম না থাকায় সুপারি বিক্রি করে মাছ-মাংসতো দূরের কথা, রিতিমতো সবজি ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সপ্তাহের বিভিন্ন দিনে উপজেলার জকিগঞ্জ, শরীফগঞ্জ, বাবুর বাজার, কালিগঞ্জ, শাহগলী বাজারে সুপারিরর বড় বড় হাট বসে এবং সকল বাজারে একই ব্যবসায়ীরা সুপারি ক্রয় করে থাকেন।
স্থানীয়না জানান, অন্যান্য বছর দেশের বিভিন্ন জায়গা থেকে এসে সুপারি ক্রয়ের কারনে ন্যায্য মূল্যে সুপারি বিক্রি করতে পারতেন। বর্তমানে স্থানীয় সিন্ডিকেট ব্যবসায়ীদের কারনে বহিরাগত ব্যবসায়ীরা এসে ক্রয় করা সম্ভব হয় না। সুপারি ব্যবসায়ী আব্দুল হাছিব বলে থাইল্যান্ড, বার্মা ও সিঙ্গাপুরের সুপারির কারনে আমাদের সুপারির মূল্য নেই। অন্য রাস্ট্র থেকে সুপারি না আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech