ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪
নাসীর উদ্দিন :
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পুকুর পার থেকে আতাউর রহমান (৫৫) নামে এক টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা টমটম ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহত আতাউর রহমান (৫৫) চুনারুঘাট উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত মোঃ আব্দুল খালেকের ছেলে।
বৃহস্পতিবার (৮ ই ফেব্রুয়ারি ) সকালে উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের একটি পুকুর পার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাশ জানান, রাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পায়নি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আতাউরের ইজিবাইকটি পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech