ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪
সিলেটের কানাইঘাটে বুধবার (০৭ ফেব্রুয়ারি) মোটরসাইকেলে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগার জের ধরে এক মোটরসাইকেল আরোহী ও তার ভাইদের হাতে নির্মমভাবে নিহত আলমগীর হোসেনের লাশ ময়না তদন্তের পর দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর নিহত আলমগীর হোসেনের লাশ বিকেলে তার নিজ বাড়ী উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামে নিয়ে আসার পর তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাদ মাগরিব তিনচটি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ সম্পন্ন হওয়ার পর গ্রামের গুরুস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে এলাকার বিপুল সংখ্যক লোকজন শরীক হন। এ সময় অনেকে এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদ তার ভাই ওয়েছ আহমদ সহ অন্যান্য খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে আলমগীর হোসেন হত্যায় জড়িত থাকার দায়ে বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়চতুল বাজার থেকে পালানোর চেষ্টাকালে সুলতান আহমদ নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার মিডিয়া অফিসার এসআই দেবাশীষ শর্মা।
আলমগীর হোসেন হত্যা মামলায় নিহতদের ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় একটি দায়ের করেছেন।
উল্লেখ্য, গত বুধবার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর বড় ছেলে অটোরিকশা সিএনজি চালক আলমগীর হোসেন (৩২) এর সিএনজি গাড়ীর সাথে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটর সাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে মোটর সাইকেল চালক সাদিক আহমদ ও তার সাথে থাকা আরো এক যুবক উত্তেজিত হয়ে তাদের সাথে থাকা ধারালো চাকু দিয়ে অটোরিকশা চালক আলমগীরকে এলোপাতাড়ি ভাবে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন এর মর্মান্তিক মৃত্যু হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech