পুলিশের গাড়ি ভাংচুর মামলায় ১২ জনের আগাম জামিন

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪

পুলিশের গাড়ি ভাংচুর মামলায় ১২ জনের আগাম জামিন

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জে ছাত্রদল পুলিশ সংঘর্ষের ঘটনার মামলায় ১২ জন নেতাকর্মীর ৬ সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে।

১ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল চলাকালীন সময়ে ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করা হয়।
এই ঘটনায় হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণধন সরকার বাদি হয়ে মামলা করেন।
মামলায় উচ্চ আদালতে জামিনের আবেদন করলে ৭ ফেব্রুয়ারী বুধবার হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজম উদ্দিন, হবিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্তজা আহমেদ রিপন, হবিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাদল, পৌর যুবদল নেতা জামাল আহমেদ, হবিগঞ্জ পৌর ছাত্রদল নেতা আল সাইমুম আহাদ, গোলাম তানভির বাঁধন’সহ ১২ জনের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর