ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, নাহিম মিয়া
সিলেটের কোম্পানীগঞ্জে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩রা জুন) কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের শিমুলতলা নোয়াগাঁও গ্রামে
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে সাবেক মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি খাদ্য সহায়তা বিতরণ করেন।
এসময় তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বাড়তে থাকে, তাই আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এরকম দুর্যোগ আসবে। আমরা এসেছি ত্রাণ বিতরণ করতে,বর্তমান সরকার বন্যার্তদের পাশে সর্বদা রয়েছে। যথেষ্ট পরিমাণ ত্রাণ রয়েছে, তাই প্রয়োজনে ৩৩৩ নাম্বারে কল করলেই আপনাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দস্তগীর আলম, সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না নাজমুল হেনা, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, পুর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস,উপজেলা ছাত্র লীগের সভাপতি উমর আলী, সাধারন সম্পাদক শাহ আলম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, তেলিখাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান,পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech