ওসমানীনগরে দুই বন্ধুর কোটি টাকার গবাদি পশুর খামার

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪

ওসমানীনগরে দুই বন্ধুর কোটি টাকার গবাদি পশুর খামার

হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগরে দুই বন্ধুর যৌথ উদ্যোগে কোটি টাকা বিনিয়োগ করে দেশি-বিদেশি গবাদি পশুর খামার স্থাপন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার দয়ামির ইউনিয়নের কুরুয়া খাপন গ্রামে জামাদুল ইসলাম জামাল এবং নুরুল ইসলাম নুর মিয়ার উদ্যোগে শতাধিক গবাদি পশু নিয়ে ইসলাম ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম এর শুভ উদ্বোধন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ ফয়জুল ইসলাম মাসুক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা জুনেদ আহমদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরমিয়া, হাফিজ ফারুক আহমদ, আলাউর রহমান, সোহেল মিয়া মেম্বার, কয়েছ আহমদ, রহমান, সেবুল মিয়া, তাজুল ইসলাম বাবলু, হুসিয়ার আলী, মইন উদ্দিন, তৌয়াহিদ আলী, হাফিজ আতাউর রহমান, আব্দুল মছব্বির, ফয়ছল ইসলাম, ইশতিয়াক উন নবী রনি, মাইদি, সাকিব সহ আরও অনেকে।প্রধান অতিথির বক্তব্যে এসটি এম ফখর উদ্দিন বলেন, এমন উদ্যোগ আমাদের গ্রামীণ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাদুল ইসলাম জামাল এবং নুরুল ইসলাম নুর মিয়ার এই সাহসী পদক্ষেপ অবশ্যই প্রশংসার যোগ্য। এই খামার থেকে স্থানীয়ভাবে দুধ, মাংস এবং অন্যান্য পণ্য সরবরাহ করা সম্ভব হবে, যা আমাদের আত্মনির্ভরশীল করে তুলবে। পাশাপাশি, খামারটি এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, যা বেকারত্ব কমাতে সাহায্য করবে। আমি আশা করি এই খামারটি সফল হবে এবং অন্যদেরও এমন উদ্যোগ গ্রহণের জন্য অনুপ্রাণিত করবে।

এ উদ্যোগটি স্থানীয় অর্থনীতি ও কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অন্যান্য অতিথিরা। খামারের সফলতা ও স্থায়িত্ব কামনা করে তারা আরও জানান, এই ধরনের উদ্যোগ গ্রামীণ এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর