কবরস্থানে পড়ে ছিল তরুণের লা*শ, পাশে ছিল র*ক্ত*মা*খা ছু*ড়ি

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৪

কবরস্থানে পড়ে ছিল তরুণের লা*শ, পাশে ছিল র*ক্ত*মা*খা ছু*ড়ি

 

নিজস্ব প্রতিবেদক -এম এ ওয়াহিদ সোয়েব :

সিলেট শহরের মানিকপীর কবরস্থানে পড়ে ছিল আব্দুল হাসান ছাবিল নামক এক তরুণের লাশ।লাশের পাশেই পড়ে ছিল রক্তমাখা একটি ছুরি। আজ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণের বয়স ২০ থেকে ২৫ বছর হবে বলে পুলিশের ধারণা।
সিটি করপোরেশনের মানিকপীর কবরস্থানটি টিলার ওপরে। টিলায় ওঠার সিঁড়ির রেলিংয়ের পাশে এক তরুণের লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় তরুণের লাশের পাশ থেকে একটি র*ক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। লাশের পাশে কোরিয়ার সার্ভিসের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।
এই খবর পেয়ে ছুটে আসেন তার বাবা শিমুল মিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা।তার বাবা একজন গাড়ি চালক, নগরীর চৌহাট্যা এলাকায় একটি প্রাইভেট কার চালক। তিনি জানান যে,সে “ফুড পান্ডা” নামক ডেলিভারি কোম্পানিতে চাকরি করে এবং সকাল এগারোটা দিকে সে বাড়ি থেকে বের হয় পণ্য ডেলিভারির উদ্দেশ্যে এবং দুপুরের দিকে নিহতের মামা খবর দেন যে তারা মানিকপীর কবরস্থানে আসার জন্য এবং এসে দেখলেন তার ছেলের ক্ষত-বিক্ষত দেহ পড়ে আছে।তিনি আরো জানান,সে অত্যান্ত সহজ-সরল একজন মানুষ এবং তার কোন শত্রু আছে বলে আমাদের মনে হয় না তবে তার কর্মস্তলে যদি কোন বিরোধ থাকে সেটা আমার জানা নেই।তিনি তার ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বিজয়ের কন্ঠকে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই তরুণ ঘটনাস্থলেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত তরুণের বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।তরুণের লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর লাশটি হস্তান্তর করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর