ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৪
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর পানি বাড়ছে, বৃষ্টিপাত ও উজানের পানিতে ইতিমধ্যে কুশিয়ারা নদীর বিপদসীমা অতিক্রম করেছে। তীরবর্তী এলাকায় বেড়ীবাঁধের বাহিরে থাকা পাইলগাঁও, রানীগঞ্জ, আশারকান্দি ইউনিয়নের শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। এছাড়াও সুনামগঞ্জের সুরমা নদীর সাথে সংযোগ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তৃত হাওর এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে পানি।
এদিকে বৃহস্পতিবার ভোরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পুরাতন আলাগদি গ্রামে কুশিয়ারা নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে জালালপুর, ছৈদপুর, সোনাতলা, কদমতলা, গোতগাঁও, খানপুর, আলীপুর, মশাজান সহ কয়েকটি গ্রামে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করেছে। স্থানীয়দের কাছে বাঁধ ভাঙ্গার ব্যাপারে জান্তে চাইলে, তারা বেড়ীবাঁধটি ভেঙ্গেছে না কেটে দেওয়া হয়েছে জানেন না। তবে বেড়ীবাঁধটি কেটে দেওয়া হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
ভাঙ্গা বাঁধ দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবেশের ফলে উপরোক্ত এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এলাকার স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে ভোগান্তি পোহাতে হবে। বসতবাড়িতে পানি প্রবেশ করলে দুর্ভোগ পোহাতে হবে এলাকার বাসিন্দারাদের।
এ ব্যপারে পাইলগাঁও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নজম উদ্দিন বলেন, বাঁধটি ভাঙ্গার খবর পেয়ে উপজেলা পরিষদের সাথে যোগাযোগ করেছি, এখন আর বাঁধ বান্দা সম্ভব হবেনা
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech