ঢাকা ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক- আহমদ আল কবির জকিগঞ্জ থেকে :
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র ভিত্তিক প্রাপ্ত ফলাফলে ৭৭টি ভোটকেন্দ্রে আবারও বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী।
নির্ভরযোগ্যে সূত্রের তথ্যে জানাগেছে, লোকমান উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব মাওলানা বিলাল আহমদ ইমরান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২১৬ ভোট। জাপা নেতা মর্তুজা আহমদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭১৩ ভোট ও জাপা নেতা আব্দুল শুক্কুর পেয়েছেন ৪ হাজার ১৯০ ভোট।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আল ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর। তিনি তাঁর চশমা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৯০ ভোট। আজমল হোসেন মাইক প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৫২, প্রবাসী ফারুক লস্কর টিউবওয়েল প্রতীকে ৯ হাজার ৪৭৩ ভোট পান।
নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ৭৭ টি কেন্দ্রের মধ্যে ৭৬টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী সুলতানা বেগম বিজয়ী হয়েছেন। তিনি ফুটবল প্রতীকে ৩০ হাজার ৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব মহিলা আওয়ামী লীগ নেত্রী মাজেদা রওশন শ্যামলী ২৬ হাজার ৩২৩ ভোট পেয়েছেন। তবে রাত সাড়ে ১০ টা পর্যন্ত বেসরকারিভাবে কোন প্রার্থীকে বিজয়ী করেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।
উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্ব›িদ্বতা করেছেন। মোট ভোটার ছিলেন ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন। এরমধ্যে পুরুষ ৯৯ হাজার ২২৫ জন এবং নারী ৯২ হাজার ২৮৮ জন
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech