পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী কালিগঞ্জ বাজারে জমে উটেছ কুরবানীর পশুর হাট

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৪

পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী কালিগঞ্জ বাজারে জমে উটেছ কুরবানীর পশুর হাট

আহমদ আল কবির জকিগনজ কালিগনজ থেকে:

ঐতিহ্যবাহী এ বাজারে দেশের প্রত্যেকটি অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতা আসেন, সপ্তাহের প্রতি শনিবার পশুর হাট থাকলেও কোরবানির ঈদ উপলক্ষে আগামী বুধবার ও বৃহস্পতিবার বিশাল পশুর হাট বসবে, ঈদুল আযহা উপলক্ষে সকল ধরনের পশু কিনার ক্ষেত্রে সিট অথবা রশিদে রয়েছে বিশেষ ছাড়,আমরা কালীগঞ্জ বাজার ইজাদার, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দস্তর সম্পাদক সওদাগর সেলিম সাহেবের কাছ থেকে জানতে চাইলে, আমাদেরকে জানান প্রতি বছরের ন্যায় এবারের কুরবানীর ঈদে কালিগঞ্জ বাজারে সকল ধরনের কোরবানির পশুর হাট বসবে আগামী বুধবার এবং বৃহস্পতিবারে, ক্রেতাদের জন্য ছিট বা রশিদে বিশেষ ছাড় রয়েছে, এবং সকল ক্রেতা বিক্রেতা কালিগঞ্জ বাজারে আপনার পছন্দের কোরবানির পশু কেনাবেচার জন্য আসার আমন্ত্রণ জানিয়েছেন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর