ঢাকা ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৪
হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের লাল টাইগার নামের ষাঁড়টি পাঁচ বছরের যত্ন-আদরে বেড়ে উঠেছে। শাহিওয়াল ব্রাহমা ক্রস প্রজাতির এই গরুটি বর্তমানে বিশাল আকৃতির এবং ওজন প্রায় ১৯ মন। এবারের কুরবানীর ঈদে এই গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লক্ষ টাকা।
সফিকুল ইসলাম বলেন, ১৩৬৩ বাংলায় আমাদের গ্রামে একটি বাঘ মারা হয় লাল টাইগার নামে। সেই বাঘের নামেই পাঁচ বছর আগে আমি আমার গরুর নাম রেখেছি লাল টাইগার। নাম ধরে ডাকলেই সে সাড়া দেয়।
এই গরুটি শুধু বিশাল আকৃতির নয়, বরং অত্যন্ত সুস্থ ও শক্তিশালী। তার খাদ্যাভ্যাস, যত্ন এবং নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শে, লাল টাইগার পরিণত হয়েছে এক অসাধারণ গরুতে। সফিকুল ইসলামের প্রতিদিনের যত্ন ও ভালোবাসায় লাল টাইগার আজ এমন অবস্থানে পৌঁছেছে।
সফিকুল ইসলাম একজন সফল গরুর খামারী তিনি রিজভিয়ান ফ্যাটেনিং এন্ড ডেইরি ফার্মের মালিক। তার খামারে আরো বিশাল আকৃতির ৬টি গরু রয়েছে। তবে লাল টাইগারই তার সবচেয়ে প্রিয়। পাঁচ বছর ধরে লাল টাইগারকে লালন-পালন করে তিনি এখন কুরবানীর ঈদে এটি বিক্রির পরিকল্পনা করছেন।
সফিকুল ইসলামের মতে, লাল টাইগার ওসমানীনগর উপজেলার সবচেয়ে বড় গরু। প্রতিদিন অসংখ্য মানুষ লাল টাইগারকে দেখতে তার খামারে ভিড় জমাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল টাইগারের খবর ভাইরাল হয়ে গেছে। কুরবানীর ঈদে এই বিশাল ষাঁড়টির দাম কত পর্যন্ত উঠবে, তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।
সফিকুল ইসলাম আশা করছেন, এই কুরবানীর ঈদে লাল টাইগার নতুন রেকর্ড গড়বে এবং তার খামারকে আরও বেশি পরিচিতি এনে দেবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech