বন্যার্তদের মাঝে কোম্পানীগঞ্জে ত্রাণ প্রতিমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৪

বন্যার্তদের মাঝে কোম্পানীগঞ্জে ত্রাণ প্রতিমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

 

নিজস্ব প্রতিনিধি, নাহিম মিয়া

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান। বুধবার বেলা ১টায় উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া প্রায় ১’শ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবন, মরিচ সহ নিত্যপ্রয়োজনীয় খাবার।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ প্রমুখ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর