ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪
হারুন রশিদ,ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়িঢলে বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে, আবার কেউ কেউ নিজবাড়ীতে দুরবিস্বহ জীবন কাটাচ্ছেন। উপজেলার ২নং সাদীপুর ইউনিয়ন এবং উমরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই শতাধিক পরিবারকে চিড়া, মুড়ি, ডাল, সয়াবিনতৈল,বিশুদ্ধ পানি,পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, সহ রান্না করার মসলা,ও সাথে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়ন এর সীমান্তবর্তী ভরাউট এলাকা ও সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে এসব শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ (ভিপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উমরপুর ইউ/পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও ইউপি সদস্য বৃন্দ প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি) বলেন, আমরা ২০২২ এর বন্যাও মোকাবেলা করেছি, বর্তমানে ও এই দূর্যোগ মোকাবেলা করতে ওসমানীনগর উপজেলা পরিষদ প্রস্তুত রয়েছে।
তবে আমাদের মধ্যে শুধু ঐক্যবদ্ধের প্রয়োজন,আমরা এক-দুই ইউনিয়ন নিয়ে ভাবলে চলবেনা আমাদের দায়িত্ব উপজেলার ৮ ইউনিয়ন নিয়ে,
এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষে সবকিছু একা সম্ভব নয়,তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই,
আশ্রয়কেন্দ্রে মানুষদের দেখে খুবই কষ্ট লাগছে, আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীরা আমাদের অক্সিজেন আমাদের দেশের দুর্যোগ ও দুঃসময়ে সব সময় প্রবাসীদের ভুমিকা অত্যান্ত প্রশংসনীয়। আমি আশা করছি প্রবাসীরা এই বন্যা মোকাবেলায় এগিয়ে আসবেন সকলের সার্বিক সহযোগিতায় এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে বলে মনেকরি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech