ওসমানীনগরের স্ত্রী*কে কু*পিয়ে নিজেই আ*ত্মহ*নন করলেন ছায়াদ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪

ওসমানীনগরের স্ত্রী*কে কু*পিয়ে নিজেই আ*ত্মহ*নন করলেন ছায়াদ

 

ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে স্ত্রীকে কুপিয়ে আহত করে নিজেই নিজের প্রাণ নিলেন মানষিক বিপর্যস্ত স্বামী। মঙ্গলবার ভোর ৪টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ছায়াদ মিয়া (৫২)। তিনি একই উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জহিরপুর গ্রামের মৃত শেখ আব্দুস ছাত্তারের ছেলে। ধারালো দা এর কুপে গুরুত্বর আহত হয়ে স্ত্রী ৩ কন্যা সন্তানের জননী শাহনাজ আক্তার পলি (৩৫) সিলেট এমএজি ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছায়াদ বিগত ৬ বছর ধরে কামারগাঁও তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। গত এক বছর যাবত তিনি মানষিক বিপর্যস্ত হয়ে মানষিক রোগে ভোগছিলেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ ছিলো। বিভিন্ন সময়ে স্থানীয়রা আপোষ মিমাংসায় ঝগড়া নিস্পত্তি করেন। গত সোমবার রাতে ছোট মেয়ে ও স্ত্রীকে নিয়ে শশুর বাড়ির এক কক্ষে ঘুমাচ্ছিল ছায়াদ মিয়া। এবং পাশের কক্ষে তার শাশুড়ি ও দুই সন্তান ঘুমাচ্ছিল। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে ধারালো বটি দা দিয়ে ছায়াদ মিয়া তার স্ত্রী শাহনাজ আক্তার পলিকে কানে এবং পেটে কুপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে নিজেই বটি দা দিয়ে নিজের পেটে এবং গলায় আঘাত করে আত্মহনন করেন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত ছায়াদের স্ত্রী পলিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে শাহনাজ আক্তার পলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, মরদেহ ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে জহিররপুর গ্রামে দাফন করা হবে বলে জানা গেছে।
নিহত ছায়েদের বড় মেয়ে রাইসা জান্নাত (৮) জানায়, তার পিতা-মাতার মধ্যে ঝগড়া লেগেই থাকতো। সোমবার ভোর ৪টার দিকে চিৎকার শুনে গিয়ে দেখি আমার বাবার পেট কাটা এবং দা দিয়ে নিজে নিজের গলা কেটে ফেলছেন। এবং মার শরীরে জড়িয়ে দেখি অনেক রক্ত।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, ঘটনায় ব্যবহৃত দা টি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গেছে মৃত ছায়াদ অসুস্থ মানসিক ভারসাম্যহীন ছিলো।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর