ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪
হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহীবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর দয়ামির আহমদ নগরে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় প্রাইভেট কারে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত প্রাইভেটকার চালক মোহাম্মদ আলী (৫২)। তিনি শরিয়তপুর জেলার ডামুইড্ডা ফুলপুর এলাকার মকবুল হোসেনের ছেলে। আহত রামিম আহমদ (৩২) ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর আহমদনগরে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী রিয়েল কোচ(ঢাকা মেট্রো-ব-১১-৪২৭২) বাসের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের(ঢাকা মেট্রো-গ-২৫-৮৭৮৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত ও একজন আহত হয়েছেন। দূর্ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারের বডি কেটে নিহতের লাশ উদ্ধার করে। আহতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত রামিম আহমদের ডান হাত ও বাম পা ভেঙে গেছে বলে জানা গেছে।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোঃ ইউনুছ দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech