শিক্ষার্থী এনামুলের মু.*ক্তির দাবিতে কোম্পানী*গঞ্জ মহাস*ড়ক অব*রো*ধ

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৪

শিক্ষার্থী এনামুলের মু.*ক্তির দাবিতে কোম্পানী*গঞ্জ মহাস*ড়ক অব*রো*ধ

 

নিজস্ব প্রতিবেদক, নাহিম মিয়া

সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কে শিক্ষার্থী এনামুলের মুক্তির দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার খাগাইল পয়েন্টে দলইরগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এনামুলের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গবন্ধু মহাসড়কে যান চলাচল বন্ধ করে অবরোধ করে খাগাইল এলাকাবাসী।

এসময় এনামুলের বড় ভাই আরিফ আহমদ বলেন লামাডিস্কিবাড়ি আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ফেরার পথে তেলিখাল থেকে পূর্ব পরিচিত ট্রাক ড্রাইভার গৌরিনগর এলাকার আবুল হোসেনের ট্রাকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে হাইটেক পার্কে আমার ছোট ভাই এনামুলকে মিথ্যা মামলায় আটক করা হয়।

তাই আমরা বঙ্গবন্ধু মহাসড়কে আমার ভাইয়ের মুক্তির দাবিতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাস্তা বন্ধ করে অবরোধ করি।

পরে উপজেলা চেয়ারম্যান মো: মজির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি বলেন আগামী সোমবারের ভিতরে জামিন না হলে আমি তোমাদের সঙ্গে মাঠে নামবো। ওনার কথায় সহমত পোষণ ও প্রশাসনিক কর্মকর্তার আশ্বাসে অবরোধ স্থগিত করে এলাকাবাসী।

চাচাতে ভাই জসিম উদ্দিন বলেন সোমবার রাতে কোম্পানীগঞ্জ থানায় আমার চাচাতো ভাই এনামুলকে দেখতে গেলে ডিউটি অফিসার এস আই আলা উদ্দিন আমাদের দেখার সুযোগ দেননি এবং আমাদেরকে তাড়িয়ে দেন।

এসময় দক্ষিণ রণিখাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন, ছাত্রনেতা ফরিদ উদ্দিন, মুন্সি লোকেছ আহমদ,বর্ণি স্টুডেন্ট ফোরামের সভাপতি রুকনুজ্জামান শুভ,কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ দক্ষিণ রণিখাই ইউনিয়ন শাখা কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহমদ সহ খাগাইল এলাকার ছাত্রসমাজ,যুবসমাজ এবং সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর