ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৪
বিয়ানীবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ৬২ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র ফারুকুল হক এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় হবে ৫ কোটি ৮৫ লাখ টাকার বেশি এবং রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৫ কোটি ৫৮ লাখ টাকার বেশি। রাজস্ব আয় থেকে উদ্বৃত্ত থাকবে ২৭ লাখ টাকার বেশি। পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৬ কোটি ৯৮ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় রাখা হয়েছে ৫৬ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা। উদ্বৃত্ত ৪০ হাজার টাকা।
রাজস্ব ও উন্নয়ন আয় প্রস্তাব করা হয়েছে ৬২ কোটি ৮৩ লাখ টাকার বেশি এবং ব্যয় দেখানো হয়েছে ৬২ কোটি ৫৫ টাকার বেশি। উদ্বৃত্ত ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
বিয়ানীবাজার পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র ফারুকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। পৌর কর্মকর্তা আবিদ হোসেন জাবেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য খসরুল হক, পৌরসভার প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আব্দুল্লাহ আল মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যনার্জি, পৌর কাউন্সিলরগণসহ ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরা।
বাজেটে নতুন করে পৌর কর বৃদ্ধি করা হয়নি জানিয়ে পৌর মেয়র ফারুকুল হক বলেন জনবান্ধব ও উন্নয়নমূখী বাজেট পরিকল্পনা করা হয়েছে, এর বাস্তবায়নে পৌরবাসীসহ উর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন…
পৌরসভার জলাবদ্ধতা নিরসনে তার পরিষদ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ড্রেনেজ নির্মাণ চলমান রয়েছে একই সাথে পৌরশহরের ভেতরের সকল সড়কের উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।
পৌরশহরের জলাবদ্ধতার মূল কারণ প্রধান সড়কের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা উল্লেখ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব সরকারের উন্নয়ন কাজে দায়িত্বশীলদের অপরিপক্ক পরিকল্পনার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান কালে অতিথিরা লোলা খালসহ পৌরসভার সকল খাল ও নালা খনন ও অবৈধ দখল মুক্ত করতে মেয়রসহ দায়িত্বশীলদের ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech