ঢাকা ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৪
আহমদ আল কবির- জকিগঞ্জ থেকে :
সিলেট জকিগঞ্জ সড়কে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শাহরিয়ার আহমদ স্বপন (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পূর্বে রামপুর যাত্রী ছাউনির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে শাহরিয়ার আহমদ স্বপন জকিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন।
তিনি রামপুর যাত্রী ছাউনির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপন মারা যান। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech