ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৪
শৈশব প্রত্যেকের জীবনের মধুর একটি সময়। শৈশব জীবনের দিনগুলি ছিল দুরন্তপনা, দুষ্টুমি আর সারাদিন ছোটাছুটি করে দৌড়ে বেড়ানোর এক অন্যতম মুহূর্ত। আমার শৈশব যেন আজও আমাকে ডাকে বলে আয়-ফিরে আয়।
কার না মনে পড়ে সেই ছেলে বেলার কথা। দিনগুলি এখন শুধুই স্মৃতি হয়ে আছে। ছেলে বেলার সেই বন্ধুদের সাথে জড়িয়ে থাকা স্মৃতি। আজো কাঁদায় ফেলে আসা সেই দিনগুলো। আধুনিক শহরের ইট পাথরের তৈরি বড় বড় অট্টালিকার কারণে মানুষ হাঁপিয়ে উঠেছে। তাই এখনো একটু সুযোগ পেলে চলে যাই সেই গ্রামের বাড়ি।
আজও ছিলাম গ্রামের বাড়িতে। ছোট বেলার বন্ধু, বড় ভাই,ছোট ভাই বাতিজাদের সাথে বাড়িতে নিজের সেই স্মৃতিঘেরা বাড়িতে আড্ডায় মেতে ছিলাম সবাই।একটা সময় আমার বাড়িতে সব সহপাঠীরার মিলে একসাথে ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখতাম,শুক্রবারে বিটিভিতে বাংলা ছায়াছবি দেখতাম কতইনা মধুর সময় ছিলো তখন,আজ সবাই ব্যস্ত কেউ চাকরি কেউ বিদেশে। আজদেশ বিদেশের অনেকেই মিলে আড্ডা দিলাম। ভালোই কেটেছে সময়।মনে চাইছিলো না ফিরে আসতে কিন্তু ইটপাথরের শহর আমাকে থাকতে দিবে না, আমাকে যে আসতে হবে।
বাবা,মা,ভাই,বোনহীন ফাকা বাড়িটা আমাকে ছেড়ে আসতে না চাইলেও,সময় আমাকে আবারো ইট পাথরের নগরে নিয়ে আসছে ।
(সিলেট সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর এর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech