জকিগঞ্জ জি,এম,সি, স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী সিনহা জান্নাত খান নিখোজ হওয়ার
 ২৪ ঘন্টায় মৌলভীবাজার থেকে উদ্ধার, আটক ২

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৪

আহমদ আল কবির
টিক টকের মাধ্যমে পরিচয় হয়, গাড়ির হেলপার ফরহাদের সঙ্গে, পরিচয়ের সুবাদে গতকাল ৩০/৬/২৪ ইং স্কুল ছুটির পর ফুসলে সিনহা জান্নাত কে নিয়ে যায়, মৌলভীবাজার রাজনগর থানার সোনা লোহা গ্রামের সরকারি আশ্রয় কেন্দ্র জোবেলর ঘরে, মোবাইলের সুত্র দরে, তাকে উদ্ধার করতে সক্ষম হয়

জকিগঞ্জ থানা পুলিশ,সেখান থেকে, জোবেল মিয়া, পিতা মৃত মস্তফা মিয়া, গ্রাম সোনা লোহা রাজনগর থানা জেলা মৌলভীবাজার এবং ফরহাদ আহমদ পিতা মৃত হোসেন গ্রাম জুম গাও দুয়ারা বাজার সুনামগঞ্জ এদেরকে আটক করে জকিগঞ্জ থানায় নিয়ে আসে,

একাধিক সুত্রে জানিয়েছেন আসামীরা থানা হেফাজতে রয়েছেন, এবং মামলার পস্তুতি চলছে

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর