কোম্পানীগঞ্জ /সিলেট মহাসড়কে দু*র্ঘ*ট*না!
বেড়াতে এসে লা*শ হয়ে ফিরলেন মা ও ছেলে আ*হ*ত আরো ২ জন

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৪

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু”সিলেটের সাদা পাথর এলাকায় বেড়াতে এসে ফেরার পথে নরসিংদির মা, ছেলে ট্রাকের ধাক্কায় নিতহ।আহত আরো ২ জন বলে জানা গেছে”।
স্হানীয় প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় ৩০ শে জুন রোববার বিকেল সাড়ে চারটায় ভোলাগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক পর্যটকবাহী একটি
অটোরিক্সাকে খাগাইল নামক স্হানে চাপা দিলে ঘটনাস্থলে মা ছেলে নিহত হন। নিহতরা হলেন নরসিংদী জেলার বাসিন্দা। বেচে যাওয়া নিহতের স্বামী দেলোয়ার ও ড্রাইভার গুরুতর আহত অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সুরতহাল রিপোর্ট করে নিহতদের লাশ গ্রহণ পরবর্তী ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান বলে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর জানান নরসিংদী হতে আগত সাদা পাথর বেড়াতে এসে ফেরার পথে সড়ক দূর্ঘঠনায় মা ও ছেলে নিহত হন। নিহতদের ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক /দূর্ঘঠনা কবলিত অটোরিক্সা থানায় আনা হয়েছে।

পুলিশ সূত্রে নিহতরা হলেন- নরসিংদী সদরের কামারগাওয়ের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৪) ও ছেলে আব্দুল্লাহ (৮)। আহত হয়েছেন দেলোয়ার হোসেন (২৮) ও সিএনজি চালক। দেলোয়ার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিএনজিচালক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে কোম্পানীগঞ্জ সিলেট মহাসড়কে ঘনঘন সড়ক দূর্ঘঠনায় উদ্বেগ প্রকাশ করছেন স্হানীয়রা। বার বার মৃত্যুর মিছিল রোধকল্পে ব্যস্হতম মহাসড়কটি দ্রুত সময়ে ওয়ান বাই রোড ডিবাইডার স্থাপনের জোর দাবি জানান কতৃপক্ষের কাছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর