ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৪
হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে চলমান দীর্ঘস্থায়ী বন্যায় পানিবন্দি মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কে। যুক্তরাজ্যে বসবাসরত ওসমানীনগরের মোবারকপুর গ্রামের ইনামদি-খান মামন তালুকদারের পারিবারিক ট্রাস্টের উদ্যোগে সাদিপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে মোবারকপুর গ্রামে সিলেট চেম্বার অব কমার্স এর সদস্য ফজলু মিয়ার বাড়িতে নগদ অর্থ বিতরণীতে উপস্থিত ছিলেন, হাজী আব্দুল মালিক, সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক নুরুল ইসলাম, হাজী আব্দুল করিম তালুকদার, হাজী মাহমুদ আলী, আব্দুস ছালাম, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই, সমাজসেবী দিলোয়ার হোসেন তালুকদার, ফখর উদ্দিন, ইউপি সদস্য শামসুল ইসলাম শামিম, সমাজসেবী ছইফ উদ্দিন, শেখুল ইসলাম, নানু মিয়া, আমিরুল হক, সেবুল মিয়া, গেদা মিয়া, তফুর মিয়া, ময়না মিয়া প্রমুখ।
বিতরণী পূর্বে দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা মুহতাচ্ছিম বিল্লাহ জালালী, উপস্থিত ছিলেন, শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল বাছিদ।
এসময় বক্তারা বলেন, প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ নিয়ে সমাজ উন্নয়নের মাধ্যমে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কের সদস্যরা। পারিবারিক ভাবে ট্রাস্ট গঠন করে চলমান বন্যায় বানভাসি মানুষের অর্থ সহায়তায় এগিয়ে এসেছেন তারা। ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কের পরিবার সব সময় এলাকার অবহেলিত মানুষের কল্যাণে সহায়তার হাত প্রসারিত করে সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech