ওসমানীনগরে বানভাসী মানুষের পাশে জাবেদ আহমদ আম্বিয়া

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৪

ওসমানীনগরে বানভাসী মানুষের পাশে জাবেদ আহমদ আম্বিয়া

 

হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি:

চলমান সৃষ্ট দীর্ঘ বন্যায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই তিনি বানভাসী মানুষদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পৌছে দিচ্ছেন আশ্রয়কেন্দ্রে সহ পানিবন্দি মানুষের বাড়ি-বাড়ি।
দুপুর ১টার দিকে উপজেলার ব্রাম্মণগ্রামের হযরত শাহজালাল (রহ:) কামিল মাদ্রাসা, কলারাই বাজার, গাভূরটিকি বাগলপুর ইলাশপুরসহ বেশ কয়েকটি গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ব্রাম্মণগ্রামের হযরত শাহজালাল (রহ:) কামিল মাদ্রাসায় বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া। প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য ক্যান্ট যুবলীগের সভাপতি জুনেল আহমদ নজির, বক্তব্য রাখেন, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক এনাম হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, ছাত্রলীগ নেতা রাজন রাজ, প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা জাবেদ আহমদ আম্বিয়া একজন রাজনৈতিক পরিবারের সন্তান। যার কারনে অসহায় মানুষের দূর্ভোগে তিনি যুক্তরাজ্যে বসে থাকতে পারেননি। নিজের চিকিৎসা করাতে যুক্তরাজ্য গেলেও পরিপূর্ণ চিকিৎসা শেষ না করেও চলমান বন্যায় ওসমানীনগরে মানুষের দূর্গতি দেখে ফিরে এসেছেন পানিবন্দি মানুষের সহায়তায়। নিজ উদ্যোগে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত বন্ধুবান্ধবের সহায়তায় খাদ্য সামগ্রী নিয়ে বাসভাসী মানুষের কাছে এসেছেন। প্রথমদিনই তিনি প্রায় সহস্রাধিক মানুষের সহায়তায় পৌছে দিচ্ছেন। উপজেলার ৮টি ইউনিয়নে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর