ওসমানীনগরে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪

ওসমানীনগরে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ

 

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে রোপা আমন (উপশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে এবং সহকারী কৃষি অফিসার হৃদয়ের পরিচালনায়
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, আমাদের দেশের কৃষকদের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার সবসময় কাজ করছে। কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে আমরা তাদের উৎপাদন বাড়াতে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চাই। কৃষি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এবং আমরা সবসময় কৃষকদের পাশে থাকব।

এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের পাশাপাশি নারিকেল চারা প্রদান করা হয়েছে, যা কৃষকদের জন্য একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা চলছে।

এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, অফিসার ইনচার্জ রাশেদুল হক, আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক শাহ নুরু রহমান শানুর, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া, খালিছ মিয়া, উপজেলা কৃষি অফিসার সায়মা নাজনীন, আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর