ঢাকা ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪
প্রতিবেদক:এম.এ.ওয়াহিদ সোয়েব
১ জুলাই বিশ্ববিদ্যালয়গুলোয় সর্বজনীন পেনশন বাস্তবায়ন শুরু হয়েছে। এ সময় থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তরা এই নতুন পেনশন স্কিমের আওতায় আসবেন। ওই দিন থেকেই সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। এর আগে চলতি বছরের ১৩ মার্চ সরকারের অর্থ বিভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারি করে। তখন থেকেই সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। দাবি আদায়ে সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা লাগাতার আন্দোলন করছেন। এ কারণে আট দিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোয় ক্লাস, পরীক্ষা, গবেষণাসহ সবকিছুতেই অচলাবস্থা বিরাজ করছে।
শিক্ষক সমিতির নেতারা বলেন, তিন দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। প্রত্যয় স্কিম বাতিলসহ শিক্ষকদের আরও দুটি দাবি হলো সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং তাঁদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা।
এদিকে প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি রবি ও সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে। তারা আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
আগের অভিজ্ঞতা থেকে চলমান সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক আন্দোলন নিয়ে খুব বেশি চিন্তিত নয় সরকার। শিক্ষকদের দাবির বিষয়ে সরকার এখনো ছাড় না দেওয়ার অবস্থানে রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech