ঢাকা ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪
জগন্নাথপুর প্রতিনিধি:
শিক্ষার মান উন্নয়নে ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জয়ন্ত শেখর রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি, ও জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল মাসুদ, সহকারী শিক্ষক আলী মর্তুজা। এ সময় আরো বক্তব্য রাখেন হাবিব পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভিন, অভিভাবক এডভোকেট আমিরুল হক এনাম, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সাবেক সভাপতি হাবিল মিয়া,
সাংবাদিক আমিনূর রহমান জিলু,
ব্যাবসায়ী বিশ্বজিৎ রায় প্রমূখ।
বক্তারা বলেন- শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে পিতা-মাতার ভূমিকা ও শিক্ষক দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির এই যুগে বিশেষ করে পড়ার সময় আমাদের সন্তানদের মোবাইল ও কম্পিউটার থেকে দূরে রাখতে হবে। স্কুল সময়ে শিক্ষক দের শিক্ষার্থ ী দের নিজের সন্তান মনে করে আন্তরিকতার সাথে পাঠদান করতে হবে।
ভালো ফলাফল অর্জন, যোগ্য নাগরিক হিসেবে তৈরিও বিশ্বের দরবারে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে এমন ভাবে আমাদের শিক্ষার্থীদের তৈরি করতে হবে। পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও আমাদের খেয়াল রাখতে হবে।
এছাড়াও কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানো যায় সেই দিকেও দৃষ্টি রাখার আহবান জানান তারা।
বক্তারা, বলেন একজন প্রভাব শালী ব্যাক্তি দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের ১৬ শতক জায়গা দখল করে আছে। স্হানীয় এমপি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গত বছর এই জায়গা উদ্ধার করে বালিকা বিদ্যালয় কে বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন কে নির্দেশ দিলেও এখন পর্যন্ত মূল্যবান জায়গা উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অন্যদিকে বিদ্যালয়ের পশ্চিমমূখী গেইটটিও ওই প্রভাব শালী ব্যাক্তি বন্ধ করে দিয়েছে ফলে ছাত্রী দের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। ওই প্রভাবশালী ব্যাক্তি প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো প্রশাসন ও বিদ্যালয়ের বিরুধ্বে মামলা করায় প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech