লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি-২০২৪ অনুষ্ঠিত

প্রতিবেদক:এম.এ.ওয়াহিদ সোয়েব:

‘গাছ লাগাই, গাছ বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাকৃতিক পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১১টায় লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী। এসময় ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাগীব আলী বলেন, আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবনের নিশ্চয়তা প্রদানে প্রকৃতিকে সুস্থ করে তুলতে হবে। তিনি আরো বলেন, আমরা সারাবছর লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং এর আশেপাশে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে আসছি বলেই আজ এ বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে প্রকৃতির দৃষ্টিনন্দন শিক্ষাবান্ধব পরিবেশ।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক বলেন,”গাছ রোপন করার চেয়ে গাছ রক্ষা করা কঠিন।আমরা প্রতিবছর বিভিন্ন ধরনের বৃক্ষরোপন করে আসছি কিন্তু সেগুলের পরিচর্যার ব্যাপারে আমাদেরকে আরও যত্নশীল হতে হবে।”এবং যারা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট তাদেরকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের থেকে জানা প্রতি বছরের ন্যায় এই বৎসরে ও বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে,তারা জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক স্যারের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সবুজে পরিণত হয়েছে,তিনি একজন বৃক্ষপ্রেমি মানুষ,শীতকালেও তিনি ফুলের চারা রোপনের মাধ্যমে ক্যম্পাসের অপরুপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন।

লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ বছর আম, জাম, কাঁঠাল, জলপাই, পেয়ারা, সিলকরই, মেহগনি, কৃষ্ণচূড়া, কদম, নিম, হরিতকি এবং বিভিন্ন জাতের গাছ রোপণ এবং চারা বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ অনুষ্ঠানের আহবায়ক এবং আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম. এস. রহমান পীর।

সর্বশেষ ২৪ খবর