কোম্পানীগঞ্জে পুলিশের অভি*যানে ৯ আসা*মি গ্রেফ*তার

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

কোম্পানীগঞ্জে পুলিশের অভি*যানে ৯ আসা*মি গ্রেফ*তার

 

নিজস্ব প্রতিবেদক, নাহিম মিয়া:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে পুলিশের অভিযানে ১০জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। তারা সকলেই পলাতক আসামি ছিল।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানা পুলিশের ৩টি টিম উপজেলার সবকটি ইউনিয়নে রাতভর অভিযান পরিচালনা করে। তাদের অভিযানে ১০ জন পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ বুড়দেও গ্রামের রুহুল আমিনের ছেলে সুন্দর আলী(২৪), চেঙ্গাখই গ্রামের মনসুর আহমদের ছেলে আলী আহমদ(৩২),পাড়ুয়া গ্রামের আবু বকরের ছেলে সাবাজ আলী (২৫), উত্তর কলাবাড়ি গ্রামের আব্দুল হাফিজের ছেলে নুরুল আমিন (২৫), তার ভাই মোঃ আল আমিন(২৩), বালুচর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আফজাল হোসেন(২০), ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের মৃত সমর আলীর ছেলে মোঃ রুবেল (১৯), মৃত মজিদ আলী, সাং-দরাকুল গ্রামের মৃত মজিদ আলীর ছেলে আলকাছ(২৭), ও দক্ষিণ বুড়দেও গ্রামের আকবর আলীর ছেলে সোহেল মিয়া(২৪)।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর