ওসমানীনগরে বন্যা*য় ক্ষ*তিগ্রস্থদের মধ্যে আল ইনসাফ সংস্থা প্রথমপাশার নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

ওসমানীনগরে বন্যা*য় ক্ষ*তিগ্রস্থদের মধ্যে আল ইনসাফ সংস্থা প্রথমপাশার নগদ অর্থ বিতরণ

 

হারুন রশিদ,ওসমানীনগর প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে আল ইনসাফ ইসলামী সমাজকল্যাণ সংস্থা প্রথমপাশা উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৬ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়ছে।

বৃহস্পতিবার দুপুরে প্রথমপাশা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথমপাশা, পশ্চিম প্রথমপাশা ও পশ্চিম বুরুঙ্গার ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আল ইনসাফ এর সভাপতি শামসুজ্জামান খান, সাবেক সভাপতি আফজাল হুসাইন, সহ সভাপতি নোমান আহমদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সঞ্জব আলী সাকিব, সদস্য হাফিজ জুনাইদ আহমদ, তাহের আহমদ, বদরুজ্জামান খান, খায়রুল ইসলাম রুহিন, সাইদুর রহমান, রাজা মিয়া, তোফাজ্জল হুসাইন, ময়নুল ইসলাম, শায়খুল ইসলাম তুহিন, তারেক মিয়া, রাবেল খান, মাসুদ আহমদ, তাশেক মিয়া, জিলাদ হুসাইন, ফারহান আহমদ, শাহজাহান মিয়া সহ অন্যান্য সদস্য ও দায়িত্বশীল বৃন্দ এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যবৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন, আল ইনসাফ সংস্থা প্রথমপাশা সবসময় এলাকার যেকোন দুর্যোগ মোকাবেলায় কাজকরে যাচ্ছে বর্তমানে এই দীর্ঘমেয়াদী বন্যায় ও কাজ করে যাচ্ছে। এই মহানুভবতা দেখে আমরা অভিভূত হয়েছি। তার এই কার্যক্রম যেন অব্যাহত রাখেন
এই ধরনের উদ্যোগ বন্যাকবলিত মানুষের জন্য একটি বড় সহায়তা হিসেবে কাজ করছে বলে মনে করছেন স্হানীয়রা।

সর্বশেষ ২৪ খবর