ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক,
বর্তমান পৃথিবীতে যত জটিল ও মারাত্মক সমস্যা রয়েছে, তন্মধ্যে মাদকদ্রব্য ও মাদকাসক্তি হ’ল সবকিছুর শীর্ষে। যুদ্ধবিগ্রহের চেয়েও এটা ভয়ংকর। কারণ কোন যুদ্ধের মাধ্যমে একটি জাতি-গোষ্ঠীকে ধ্বংস করতে চাইলেও একেবারে তা নির্মূল করা সম্ভব নয়; যা কিনা মাদকতার মাধ্যমে সম্ভব। সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল, গৌরীনগর, বর্নি ও আশপাশের এলাকা বর্তমানে মাদক ক্রয়- বিক্রয় ও সেবনের নিরাপদে স্থানে পরিণত হয়েছে। এহেন পরিস্থিতিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা আতংকিত। বিদ্যালয়ে যাওয়ার পথে অবাধে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় ও সেবনে তারা মানসিকভাবে বিপর্যস্ত। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে বিক্রয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আতংকিত শিক্ষার্থীরা তাদের নিজের উদ্যোগে জরুরি পরামর্শ সভায় মিলিত হয়। তাদের আহবানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। উল্লেখ্য যে অত্র গ্রামের মুরব্বিয়ান, আলেম ও যুব সমাজ মাদকমুক্ত সমাজ গঠনে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন।
এসব উদ্যোগের মধ্যে ছিল এ ধরনের ঘৃণিত কাজে জড়িতদের বুঝানো, জরিমানা ও প্রতিজ্ঞা নেওয়া ইত্যাদি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এ ধরনের নিন্দিত ব্যবসা কোনোভাবেই দমন করা যাচ্ছে না। তাই মিটিংয়ে উপস্থিত ছাত্র ও যুব সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতার উপর জোর দেন। সাথে সাথে তাদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার প্রত্যাশায় মিটিং সমাপ্ত হয়
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech