ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪
হাফিজুল হক অনিক:
লিবিয়ার ত্রিপুলি শহরে মাফিয়ার গুলিতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের আজমল আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। লিবিয়ায় বসবাসরত এক পরিচিত যুবকের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
আজমল আহমদ বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লাংলাকোনা-দওগ্রামের মৃত ইসরাক আলির বড় ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৪-৫ বছর আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমান আজমল আহমদ। আনুমানিক ১০ দিন আগে লিবিয়ান মাফিয়ারা আজমল সহ কয়েকজন কে ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দাবি করার পর গত ১৪ আগস্ট(বুধবার) লিবিয়ায় বসবাসরত এক পরিচিত যুবকের মাধ্যমে আজমলের পরিবারের কাছে খবর আসে মাফিয়ার কাছে থেকে কয়েকজন পালাতে গিয়ে আজমল আহমদ লিবিয়ান মাফিয়ার গুলিতে নিহত হন।
আজমল আহমদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য দেশবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন তার পরিবার
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech