শাল্লার বাহাড়া ইউপি সচিব ভানু চাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

শাল্লার বাহাড়া ইউপি সচিব ভানু চাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

 

 

তাপস চন্দ্র দাশ -শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় বাহাড়া ইউনিয়ন পরিষদ সেক্রেটারি (সচিব) ভানু চাঁদ দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ পাওয়া যায়। গত ২৭ আগষ্ট (বুধবার) পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন একই পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/ব্যাংক এশিয়া এজেন্ট বিষ্ণুপদ দাশ।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিগত অর্থ বছর অর্থাৎ (২০২৩-২৪) মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্ত মহিলা উন্নয়ন (ভিজিডি) ৩,৭৮,০০০/= (তিন লক্ষ আটাত্তর হাজার টাকা) ইউপি সচিব ভানু চাঁদ দাসের নিকট জমা ছিল। উক্ত টাকা ব্যাংক এশিয়া এজেন্টের নিকট জমা দেওয়ার কথা থাকলেও তিনি দেই দিচ্ছি বলিয়া দেন নাই। বর্তমানে উল্লেখিত টাকা জমা দেওয়ার কথা বললে ইউপি সচিব ভানু চাঁদ দাস নানা ধরনের তাল-বাহানা করছেন। তাই বাহাড়া ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/ব্যাংক এশিয়া এজেন্ট বিষ্ণুপদ দাস নিরুপায় হয়ে চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বরাবর অভিযোগ করেন।

এবিষয়ে ইউপি সচিব ভানু চাঁদ দাস মুঠোফোনে জানান, আমি এই বিষয়ে কিছুই জানিনা। আপনি অফিস সহকারী তপনের সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবেন।

এব্যাপারে তপনের সাথে যোগাযোগ করলে মুঠোফোনে জানান, আমি এই বিষয়ে পরে কথা বলব।

এবিষয়ে বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, আমি অভিযোগ পেয়েছি। এবিষয়ে পরিষদের সবাইকে নিয়ে বসে কথা বলব এবং বিষয়টা আমার জানা আছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব সাহেব থাকাকালীন সময়ে আমাদের সেক্রেটারি ভানু চাঁদ দাস বিষ্ণুপদ দাসকে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এসময় আমাদের পরিষদের সেক্রেটারির ব্যক্তিগত সহকারী তপন সহ আরো অনেকেই উপস্থিত ছিল

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর