কোম্পানীগঞ্জে ডাকাতির ঘঠনায় আলামতসহ একজন আটক হলেও উদ্ধার হয়নি টাকা

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

কোম্পানীগঞ্জে ডাকাতির ঘঠনায় আলামতসহ একজন আটক হলেও উদ্ধার হয়নি টাকা

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ মহাসড়কের কাটাখাল এলাকায় এক ব্যবসায়ীর নগদ ২ লাখ টাকা গলায় ছুরি ঠেকিয়ে লুট করে নিয়েছে একদল ডাকাত।

গত ০১ লা সেপ্টেম্বর রবিবার ভোররাতে ডাকাতদের কবলে পড়া স্হানীয় তেলীখাল গ্রামের আব্দুল্লাহ একজন চুনাপাথর ব্যবসায়ী বলে জানা গেছে। ধোপাগুল এলাকায় চুনাপাথর বিক্রি করে ট্রাক যোগে বাড়ী ফেরার পথে ০২ টি মোটরসাইকেলসহ ধারালো অস্ত্র ঠেকিয়ে ট্রাক হতে নামিয়ে ডাকাতের দল সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়।একপর্যায়ে ধস্তাধস্তি ও চিৎকারে ব্যবসা অধ্যূষিত হাইটেক পার্ক সংলগ্ন কাটাখাল এলাকার কয়েকজন মানুষ তৎক্ষনাৎ ঘেরাও করলে মোটরসাইকেল সহ এক ডাকাত আটক হয়।
জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা কামরুল ইসলাম(২৪), পিতা-আলী ইসলাম, সাং-দক্ষিণ বুড়দেও, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট বলে প্রকাশ করে।

বাকীরা পালিয়ে গেলেও আটক ডাকাত টাকা লুটে নেওয়াদের নাম পরিচয় কয়েক উপস্থিত ও খবর পেয়ে ছুটে আসা পুলিশ বাহিনির কাছে প্রকাশ করে। যা ভিডিও ধারনে সোশ্যাল মিডিয়ায় ও প্রচার হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন ধৃত কামরুলের জবাববন্দীর আলোকে সহ ৩ জনের বিরুদ্ধে। অপর দুজন কোম্পানীগঞ্জ গ্রামের ওয়াসিম ও বুড়দেও গ্রামের জুনেদ বলে প্রতিবেকের কাছে জানিয়েছেন মামলার বাদী তেলীখাল গ্রামের আব্দুল্লাহ।

এ বিষয়ে ব্যবসায়ী আব্দুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বলেন দীর্ঘদিন ধরে আমি চুনাপাথর ব্যবসার সাথে জড়িত ডাকাত দল আমাকে ছুরি বুকে ধরে আহত করে সাথে থাকা ২ লাখ টাকা আটক ডাকাতের স্বীকারোক্তিতেও এখনো টাকা উদ্ধার হয়নি প্রায় দুদিন কাছাকাছি হলেও। তিনি পুলিশ প্রশাসনের মাধ্যমে দ্রুত সময়ে টাকা পাওয়ার আশা ও জড়িতদের গ্রেফতারের আশা ব্যক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সৃষ্ট ঘঠনায় জড়িত এক ডাকাত, ধারালো অস্ত্র,মোটরসাইকেল জব্দ করে এক আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামী ধরে টাকা উদ্ধারসহ অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর