ঢাকা ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ীতে সোমবার বিকালে কালেমা পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুমন সুত্রধর (৩০) নামের এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছে। যুবকের বাড়ী বাড়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। বর্তমানে সে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বসবাস করে আসছে।
সোমবার দুপুরে ঐ যুবক ফুলতলীর বড়ছাহেব মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহনের ইচ্ছা প্রকাশ করলে তাঁরই নির্দেশে বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলীর হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করে। ইসলাম ধর্ম গ্রহন করার পর তার নাম রাখা হয় মোহাম্মদ আল-আমিন। পরে আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলীর কাছে এসে দোয়া নিয়ে বাড়ী ফিরে যান।
এর আগে তিনি মৌলভীবাজার জেলার নোটারী পাবলিকে এফিডেভিট করার মাধ্যেমে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। এফিডেভিটে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন থেকে ইসলামের সৌন্দর্য ও আলেম উলামাদের বয়ান শুনে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech