কোম্পানীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপন

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

কোম্পানীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপন

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
গাছ লাগান পরিবেশ বাঁচান- এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্বরণে সিলেটের কোম্পানীগঞ্জের বৃক্ষহীন এক প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন গাছ লাগিয়ে “বসুন্ধরা শুভসংঘ” বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
বুধবার বিকাল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন ধরনের গাছের ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া ফজল।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাসেল আহমদ, স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম জেসমিন, সমাজকর্মী শামীম আহমদ, বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ উপজেলার শাখার সভাপতি মোঃ শরীফ আহমদ, সহ-সভাপতি মারজান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব পলাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হোসাইন পুষ্প ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাঈম আহমদ, অর্থ সম্পাদক নাদিব হাসান আরমান, সহ-অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রায়হান ও সদস্য রবিন চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভসংঘ কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবীরা।

বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো: শরীফ আহমদ বলেন,
গাছের সাথে আমাদের জীবন নিবিড়ভাবে জড়িত। মানুষসহ প্রাণিকুলের বেঁচে থাকার জন্য বৃক্ষ একটি অপরিহার্য উপাদান। অথচ আমরা যে হারে গাছ কেটে বন উজাড় করছি প্রতিনিয়ত, এরকম চলতে থাকলে পৃথিবীর জীববৈচিত্র্যই অতিদ্রুত ঝুঁকির মধ্যে পড়বে। যে সংখ্যক বৃক্ষ উজাড় হচ্ছে তা চিন্তা করলে ভয় হয়। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৯৭ সালে। অথচ এই বিদ্যালয়ের আঙিনায় নেই কোন গাছ। গত কয়দিন আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন অত্র বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও গাছপালা রোপনের আহবান জানিয়ে। আমাদের শুভ সংঘের কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবীদের চোখে পোস্ট টি পড়ে, তাই আমরা সেই বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি করি আজকে

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর