ফেনসিডিলসহ কোম্পানীগঞ্জে পুলিশের খাঁচায় বহনকৃত যানসহ ধৃত-১

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ফেনসিডিলসহ কোম্পানীগঞ্জে পুলিশের খাঁচায় বহনকৃত যানসহ ধৃত-১

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- কোম্পানীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। বহনে ব্যবর্হত মোটরবাইক ও পুলিশ হেফাজতে।

১৮ সেপ্টেম্বর বুধবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই সফিউলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দীর্ঘ সময় ওতপেতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি বহনকারী সাইকেল সহ আটক করতে সক্ষম হন। জানা যায়, মাদকের চালান নামছে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সদরস্হ মহসড়কে চেকপোস্ট বসান। পুলিশের চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা তাদের বহনকারী সাইকেল দ্রুত চম্পট দিতে বেরসিক পুলিশ তৎক্ষনাৎ পিছু নেয়।অতঃপর ১০/১২ মিনিটে তেলীখাল ব্রীজের মূখে পুলিশ কব্জায় ফেললে সাইকেল ফেলে মাদককারবারীরা পালানোর সময় স্হানীয়দের সহায়তায় ৪৫ বোতল ফেনসিডিল, মোটরবাইক, ও একজন আটক করতে সক্ষম হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজের নাম দিলোয়ার হোসেন(২৮), পিতা-মুজিবুর রহমান, সাং-বনপুর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট বলে জানায় এবং তার সহযোগী পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী পলাতক অন্যান্য আসামীদের সহযোগীতায় ভারতীয় সীমান্ত থেকে ফেন্সিডিল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান এ বিষয়ে ঘঠনার সত্যতা স্বীকার করে আটক আসামী ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নিচ্ছেন বলে জনান।

সর্বশেষ ২৪ খবর