সিলেটে ছাত্রশিবিরের সীরাতুন্নবী(স.) আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

সিলেটে ছাত্রশিবিরের সীরাতুন্নবী(স.) আলোচনা সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক-সরওয়ার আহম

আজ ৯ অক্টোবর বুধবার নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে(কেমুসাস)ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্দ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপত্বিতে, সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা লুৎফুর রহমান হুমায়দী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ইউনিভার্সাল কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাহমুদ।

প্রধান অতিথির ব্যক্তব্যে মাওলনা লুৎফুর রহমান হুমায়দী বলেন, অন্ধকারচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করে রাসুল সা. যে দাওয়াত দিয়ে এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজ মানবতার মুক্তি এবং স্বাধীনতা নিশ্চিত করেছিলো, সেই রহমত নিয়ে আমরা মানুষের সামনে ইসলামের দাওয়াত পৌছে দিবো। তিনি বলেন, রাসুল সা. দাওয়াতের প্রথম দিন থেকেই চরম প্রতিকূলতা মুকাবেলা করে রহমত দিয়ে মানুষের সামনে উপস্থাপিত হয়েছিলেন। তিনি আরো বলেন, আল্লাহ তায়া’লা রাসুল সা. কে দুনিয়া বাসীর সামনে সর্বাধিক প্রশংসিত এবং সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন।

বিশেষ অতিথির বক্তব্য প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, রাসুল সা. এর আদর্শে, জীবনে, আন্দোলনে, দাওয়াতে কোন কট্ররপন্থা ছিলো না, উগ্রতা ছিলো না। তিনি বলেন,রাসুল সা. এর মধ্যে এত অসংখ্য মানবিক গুণের সমাহার ছিলো যা বর্ননা করে শেষ করার মত না। তিনি আরো বলেন,বর্তমান যুব সমাজের সামনে রাসুল সা. এর অসংখ্য গুণাবলীর মধ্য সমসাময়িক সময়ের প্রয়োজনে দশটি গুণাবলী বর্ননা করেন এবং তা নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, আজকের এই প্রেক্ষাপটে আমরা দেখি পথহারা, দিশেহারা মানুষগুলো এবং মুসলমানদের পরাজয় ও গ্লানির কারন যদি আমরা সাহাবায়ে কেরামের খেলাফতের কাল থেকে আজ পর্যন্ত দুনিয়ার বিভিন্ন দেশে যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই এর মূল কারণ আল্লাহর রাসুল সা. এর আদর্শ থেকে সরে যাওয়া, আদর্শ কে ভুলে যাওয়া, কোরআন থেকে দূরে সরে যাওয়া। তিনি আরো বলেন, আশার দিক হলো পৃথিবীর প্রান্তে প্রান্তে এখন হাজারো লক্ষ যুবক রাসুল সা. এর ভালবাসায় উজ্জীবিত হয়ে একটি সমৃদ্ধ সমাজ গড়ার প্রয়াস চাল্লাছে।

উক্ত আলোচনা সভায় সিলেট মহানগর শাখার বিভিন্ন স্থরের নেতাকর্মী সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর